Class | Order | Family |
---|---|---|
Reptilia | Squamata | Viperidae |
Since Russel’s viper often misidentified as baby python, it should be identified carefully. Head is triangular and broader than neck. Two triangular ring like spot present on the head. Body is fleshy and covered with keeled and pointed scales. Dorsal part is light or dark grayish- brown. Three rows of black eye shaped ring present from head to posterior part of the body. The rows become faint or absent at tail portion. Ventral portion is whitish or pinkish. Black spot present at the edge of most ventral scales.
প্রায়শই আমরা চন্দ্রবোড়া সাপকে অজগরের বাচ্চা ভেবে ভুল করি। এজন্য এটাকে ভালো ভাবে চিনে রাখা প্রয়োজন।এটার মাথা ত্রিকোণাকার এবং গলার চেয়ে প্রসস্থ। এদের মাথায় ত্রিকণাকার আংটির মতো দুটি দাগ থাকে। মাংসালো এ সাপের শরীর কোণাকার (keel) আঁইশে আবৃত। পৃষ্ঠীয়দেশ হালকা কিংবা গাঢ় বাদামী। তিন সারি কালো চোখ সদৃশ আংটি আকৃতির দাগ বিদ্যমান। এ দাগ গুলো মাথা থেকে শরীরের পিছনের অংশ পর্যন্ত বিস্তৃত। লেজে এ দাগ গুলো হালকা বা বিলুপ্ত হয়ে যায়। তিনটি সারির একটি পিঠে এবং অন্য দুটি পার্শ্বে (lateral) থাকে। অঙ্কীয়দেশ সাদা বা কিঞ্চিৎ হলুদ। অঙ্কীয় প্রতিটি আঁইশের (Ventral scale) প্রান্তে কালো দাগ থাকে।
This venomous species causes a great number of deaths in Indian subcontinent. It is included in Indian Big Four. It consists the second longest fangs following by Gaboon viper. The snake is nocturnal but in winter they become active during day. It is an ovoviviparous; females give birth 5-50 offspring directly.
ভারত উপমহাদেশে এ সাপের কামড়ে অনেক মানুষ মারা যায়। এটা ভারতের Big Four এর অন্তর্ভুক্ত। চন্দ্রবোড়া দ্বিতীয় সর্বোচ্চ লম্বা বিষদাঁত বিশিষ্ট সাপ (প্রথম gaboon viper)। এরা নিশাচর। কিন্তু শীতকালে এরা দিনে সক্রিয় থাকে। এরা বাচ্চা প্রসব করে (Ovoviviparous)। স্ত্রী সাপ একবারে ৫-৫০ টি বাচ্চা প্রসব করে।
Pakistan, India, Nepal, and Bangladesh.
পাকিস্তান, ভারত, নেপাল এবং বাংলাদেশ।
The population density is larger at the western part specially in Rajshahi, and Chapainawabganj. It is less frequent in Rangpur, and Khulna division. The species is also recorded from Patuakhali, and Munsiganj. The occurrence of Russel’s viper bite is a regular incident at the char land of Rajshahi, chapainawabganj, Kushtia, and Pabna.
দেশের পশ্চিমাঞ্চলে বিশেষত রাজশাহী ও চাপাইনবয়াবগঞ্জে এদের ঘনত্ব বেশি। রংপুর ও খুলনা বিভাগে এদের অল্প পরিসরে দেখা যায়। এছাড়া পটুয়াখালী, মুন্সিগঞ্জে এদের পাবার রেকর্ড আছে। রাজশাহী, চাপাইনবয়াবগঞ্জ, পাবনা এবং কুষ্টিয়ার চর অঞ্চলে চন্দ্রবোড়া সাপে কাটার বেশ কিছু রেকর্ড রয়েছে।