Russell's Kukri Snake

রাসেলের উদয়কাল


Oligodon russelius ( Daudin, 1803)
ClassOrderFamily
ReptiliaSquamataColubridae

Identification:

শনাক্তকারী বৈশিষ্ট্যঃ

Adults grow to 1-1.5 feet on average. The dorsal side of this small snake is greyish brown with black cross bar from neck to the end of the body. These black bands are broad at the anterior end tapers at the posterior end. the black band often bordered by white edge. Juvenile consist much dense band. The species can easily be distinguished by black arrowhead marking on head. Ventral side is white. The snout is A shaped.

প্রাপ্তবয়স্ক সাপ গড়ে ১-১.৫ ফিট হয়ে থাকে। এদের পৃষ্ঠদেশ ধূসর বাদামী এবং গলা থেলে লেজ পর্যন্ত কালো ডোরাকাটা দাগ থাকে। শরীরের সামনের দাগ গুলো প্রসস্থ হয় এবং লেজের দিকে ক্রমশ চিকন হয়ে যায়। ডোরাকাটা কালো দাগগুলোর প্রন্ত সাদা হতে পারে। কম বয়স্ক সাপের ডোরাকাটা দাগগুলি ঘন থহয়। সাপটিকে এদের মাথায় অবস্থিত তীরের ফলার ন্যায় কোনাকার দাগ দিয়ে সহজেই শনাক্ত করা যায়। এদের অঙ্কীয়দেশ সাদা। Snout বা মুখের সম্মুখ অংশ ইংরেজি A আকৃতির।

Comments:

মন্তব্যঃ

This is a non venomous snake. This nocturnal and semi fossorial snake is specialized with curved teeth like kukri (Nepalian Knife). Hence, they are called “Kukri” The snake breaks the egg shell with the aid of curved teeth instead of swelling.

এটা এক্বটা অবিষধর সাপ। বাংলায় এটাকে 'উদয়কাল' বলে। নিশাচর এবং কিছুটা গর্তবাসী (fossorial) এ সাপটি তার বাঁকা দাঁতের জন্য প্রসিদ্ধ। এদের বাঁকা দাঁত কুকরি বা নেপাপি ছুরির মতো। এজন্য এদের Kukri বলা হয়। এ সাপ গুলো ডিম গিলে ফেলার পরিবর্তে বাঁকা দাঁতের সহায়তায় ডিমের খোল ভেঙ্গে  ফেলে এবং কুসুম ভক্ষণ করে। 

Global Distribution:

বৈশ্বিক বিস্তৃতিঃ


India, and Bangladesh.

ভারত এবং বাংলাদেশ।

Local Distribution:

আঞ্চলিক বিস্তৃতিঃ


Rajshahi, and Sylhet.

রাজশাহী এবং সিলেট।

Reference: