Red Coral Kukri Snake

কমলাবতী

Oligodon kheriensis (Acharji & Ray, 1936)
ClassOrderFamily
ReptiliaSquamataColubridae

Identification:

শনাক্তকারী বৈশিষ্ট্যঃ

The dorsal side of the snake is light orange to coral red and the ventral side is yellowish. Scale is smooth and glossy. Head is small and not differentiated from neck like viper. Eye is small with round pupil.

এ সাপের পৃষ্ঠদেশ হালকা কমলা বা কোরাল লাল এবং পেটের দিক হলদেটে হয়। আঁইশ গুলো মসৃণ ও চকচকে। এদের মাথাটা ছোট হয়, ভাইপারদের (Viper) মতো ঘাড় ও মাথা পৃথক থাকে না।কমলাবতী সাপের চোখ এবং চোখের মনি ছোট হয়।

Comments:

মন্তব্যঃ

This snake is one of the rarest non venomous snake species. This nocturnal and fossorial snake is specialized with curved teeth like kukri (Nepalian Knife). Hence, they are called “Kukri”. Less is known about the natural history of the snake.

এটা পৃথিবীর অতি দুর্লভ একটি সাপ। এ নিশাচর সাপটির রয়েছে কুকরির (নেপালের বিশেষ ছুরি) ন্যায় বাঁকা দাঁত। এর স্বভাব চরিত্র নিয়ে বেশি কিছু জানা যায় নি।

Global Distribution:

বৈশ্বিক বিস্তৃতিঃ


The snake was first described from Uttar Pradesh of India in 1936. It was reported from Nepal in 2002. Bangladesh is the third country to find this species in 2020.


১৯৩৬ সালে ভারতের উত্তর প্রদেশে এ সাপ প্রথম আবিষ্কৃত হয়। অতপর ২০০২ সালে নেপালে এ সাপটি রেকর্ড হয়। ২০২০ সালের নভেম্বর মাসে বাংলাদেশের পঞ্চগড়ে কমলাবতী আবিষ্কৃত হয়।

Local Distribution:

আঞ্চলিক বিস্তৃতিঃ


Several occurrences of Red Coral Kukri are documented from Panchagar.

পঞ্চগড়ে বেশ কয়েকবার এ সাপটি পাওয়া গেছে।

Reference: