Yellow-striped Frog/ Leaf Frog

পানা ব্যাঙ

Hylarana tytleri  (Theobald, 1868)
Class Order Family
Amphibia Anura Dicroglossidae

Identification:

শনাক্তকারী বৈশিষ্ট্যঃ

The dorsal color between the dorsolateral is yellowish to greenish. The Dorsolateral fold is lighter yellowish or whitish standing from the eye to the groin. The ventral part of the body is whitish. Both the dorsal and the ventral skin of the body is slightly rough. The head is long, and the snout is pointed. The nostril is closer to the snout than the eye. The tympanum is distinct and shorter than the eye. There is a fold called supratympanic fold present starting below the tympanum to the shoulder. Fingers are free and the toes are partially webbed. Finger and toe tips are wide.

ডোরসোলেটারাল লাইন (Dorsolateral Line) মধ্যবর্তী পৃষ্ঠীয় রঙ হলদে থেকে সবুজাভ। চোখ থেকে কুঁচকি পর্যন্ত ডোরসোলেটারাল ভাঁজ থাকে যা হালকা হলুদাভ বা সাদাটে। পেটের দিক সাদাটে। শরীরের পৃষ্ঠীয় এবং অঙ্কীয় উভয় ত্বকই কিছুটা রুক্ষ। মাথা লম্বা, এবং মুখ চোখা। নাকের ছিদ্র চোখের চেয়ে মুখের শীর্ষের (snout) কাছাকাছি। কান (tympanum) স্পষ্ট এবং চোখের চেয়ে খাটো। কানের নিচ থেকে কাঁধের পর্যন্ত সুপ্রাটাইমপ্যানিক (supratympanic) নামে একটি ভাঁজ রয়েছে। আঙ্গুলগুলি মুক্ত এবং পায়ের আঙ্গুলগুলি আংশিকভাবে জালক যুক্ত। হাত ও পায়ের আঙুলের ডগা কিছুটা চওড়া।  

Comments:

মন্তব্যঃ

This frog is semi-terrestrial and nocturnal. They inhabit marshy grassland and other aquatic habitats with proper vegetation. They feed on insects. Breeding takes place from May to July.

এই ব্যাঙ অর্ধ-স্থলজ এবং নিশাচর। তারা জলাবদ্ধ তৃণভূমি এবং গাছপালা বা ঘাসি জমিন যুক্ত জলজ স্থানে বাস করে। তারা পোকামাকড় খায়। প্রজনন মোউসুম মে থেকে জুলাই পর্যন্ত।

Global Distribution:

বৈশ্বিক বিস্তৃতিঃ

Bangladesh, India, and Nepal

বাংলাদেশ, ভারত ও নেপাল

Local Distribution:

আঞ্চলিক বিস্তৃতিঃ

All over Bangladesh

সমগ্র বাংলাদেশ

Reference: